Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

মোলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর।

সংক্ষিপ্ত বর্ণনা

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন ২নং রানীপুকুর ইউনিয়নস্থ মোলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১.১০ একর ভুমির উপর অবস্থিত। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের জন্য ০১টি, সহকারী শিক্ষককের জন্য ০১টি, অফিস কক্ষ ০১টি সহ শ্রেণী কক্ষ ০৩টি সহ মোট ০৬টি কক্ষ রয়েছে। বিদ্যালয়ের সামনে ফুলের বাগান সহ ০১টি খেলার মাঠ রয়েছে। তাছাড়া বিদ্যালয় সংলগ্ন দক্ষিন পার্শ্বে ০১টি সরকারী পুকুর রয়েছে।

প্রতিষ্ঠাকাল

০১-০১-১৯৯৩ইং

ইতিহাস

বিদ্যালয়টি ০১/০১/১৯৯৩ইং সালে মোলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ঁ হিসাবে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মোলং বাজার । মোলং শাহ নামের একজন কামেল সুফী সাধকের মাজার শরিফ রয়েছে। মোলং সাধকের নামানুসারে বিদ্যায়টি মোলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। অত্র এলাকায় নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য আত্র এলাকার শিক্ষানুরাগী অতি উৎসাহি ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়টি ০১/০১/১৯৯৩ইং সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি সুপেয় পানির জন্য ০২টি নলকুপ শিক্ষক ছাত্রীদের জন্য পৃথক ০২টি শৌচাগার রয়েছে। বিদ্যালয়টির ছাত্রীদের জন্য প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন সহ অন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস সহ অন্যান্য দিবস ও যথাযথভাবে পালন করা হয়। এছাড়াও জাতীয় বৃক্ষরোপন অভিযানকে সফল করার নিমিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সর্বপরি মোলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়টি একটি ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা

মোট=ছাত্রী ৪৩ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)

৬ষ্ঠ=১৩ জন, ৭ম =১৫ জন,৮ম=১৫ জন।

পাশের হার

 

শিক্ষক ও কর্মচারীর তালিকা

নাম

পদবী

ঈশা আহাম্মেদ প্রামানিক

প্রধান শিক্ষক

মো: আ: কাইয়ুম মিয়া

সহকারী শিক্ষক (ধর্মীয়)

মো: রুহুল আমিন

সহকারী শিক্ষক (কৃষি)

মো: আসাদুজ্জামান

সিনিয়র শিক্ষক (গণিত)

মো: শামছুল হক

সিনিয়র শিক্ষক (শরীরচর্চা)

মো: জাহাঙ্গীর আলম

অফিস সহকারী

মো: ইব্রাহিম খলিল

দপ্তরী

মোছা: ফুলমালা বেগম

আয়া

 

 

 

 

বর্তমান পরিচালনা কমিটির তথ্য:

নাম

ক্যাটাগরী

পদবী

জনাব মো: আবু তাহের মিয়া

প্রতিষ্ঠাতা

সভাপতি

জনাব মো: আনছার আলী খাঁন

অভিভাবক

সদস্য

জনাব মো: আজম আলী খাঁন

অভিভাবক

সদস্য

 

জনাব মো: মোজাম্মেল হক

অভিভাবক

সদস্য

 

জনাব শ্রী রুহিনী কান্ত রায়

অভিভাবক

সদস্য

 

জনাব মো: শামসুল হক

শিক্ষক প্রতিনিধি

সদস্য

 

জনাব মো: রুহুল আমিন

শিক্ষক প্রতিনিধি

সদস্য

 

প্রধান শিক্ষক মোলং নিম্নাধ্যমিক বালিকা বিদ্যালয়

পদাধিকার বলে

সম্পাদক

 

 

 

 

বিগত ৫ বছরের সমাপনী

২০১০ খ্রি: জে.এস.সি মোট পরীক্ষার্থী=০৫ জন, পাশ=০০ জন।

২০১১ খ্রি: জে.এস.সি মোট পরীক্ষার্থী=০৯ জন, পাশ=০৬ জন

পাবলিক পরীক্ষার ফলাফল:

২০১০ খ্রি: জে.এস.সি ০০%

২০১১ খ্রি: জে.এস.সি ৬৬%

শিক্ষা বৃত্তির তথ্য :

 

অর্জন:

 

ভবিষ্য পরিকল্পনা

অত্র বিদ্যালয়টিকে ভবিষ্যতে কারিগরি সহ মাধ্যমিক পর্যায়ে উন্নিত করার পরিকল্পনা রয়েছে।

যোগাযোগ (ইএমল এড্রেস সহ)

Email :